মানব জীবনে আধুনিকত্ত্বের ছোঁয়া

পোষ্টের সূচিপত্র:

ভূমিকা:

বর্তমান বিশ্বে মানুষ নানাভাবে আধুনিক সরঞ্জামের উপর নির্ভরশীল। আধুনিকত্বের নানামুখী প্রভাব মানুষের চলমান জীবনে লক্ষ্য করা যায়। মানুষ নানাভাবে নিজেদের উন্নত এবং সভ্য জাতি হিসেবে গড়ে তুলছে। এর ফলে মানুষ নানা প্রকার কাজ সহজে করে ফেলতে সক্ষম হচ্ছে। সাধারণত মানুষ বিভিন্ন ক্ষেত্রে আধুনিক সরঞ্জামের ব্যবহার করে থাকে তার মধ্যে উল্লেখযোগ্য হলো:

  • কৃষি ক্ষেত্রে
  • শিল্প ক্ষেত্রে
  • চিকিৎসা ক্ষেত্রে
  • শিক্ষা ক্ষেত্রে
  • যোগাযোগ ক্ষেত্রে
ইত্যাদি নানা প্রকার খাতে মানুষ প্রযুক্তি এর ব্যবহার করে থাকে। সাধারণত এতে মানুষের সময় যেমন সাশ্রয় হয় তেমনি মানুষের কাইক শ্রমের ও  প্রয়োজন তেমন পড়ে না।

কৃষি ক্ষেত্রে: 

কৃষি ক্ষেত্রে পূর্বে মানুষ বিভিন্ন শ্রম এবং কষ্টের মাধ্যমে তাদের চাষাবাদ এবং ফসল ফলন করে থাকতো। কিন্তু বর্তমানে  মানুষের কাছে ফসল ফলানো এবং নানা প্রকার চাষাবাদের কাজকর্ম অতি সহজ হয়ে উঠেছে। বর্তমানে আধুনিকতার ছোঁয়া কৃষকদের জীবনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। পূর্বে কৃষকরা লাঙ্গল, মই সহ বিভিন্ন প্রকার সরঞ্জাম ব্যবহার করত। কিন্তু প্রযুক্তির চাকা ঘোরার ফলে বর্তমানে মানুষ আবিষ্কার করেছে ভাসমান বেড, হাইব্রিড ফসল, ট্রাক্টর, চারা রোপনের জন্য বিভিন্ন ধরনের প্রযুক্তি। যা কৃষকদের জীবন করে তুলেছে অতি সহজ। এছাড়াও বিভিন্ন ধরনের সার প্রয়োগের ফলে ফসলের ভালো উৎপাদন এবং হাইব্রিড ফসল অর্থাৎ ফসলের একটি উন্নত জাত আবিষ্কার করতে মানুষ সক্ষম হয়েছে। যা কৃষকদের জীবন করে তুলেছে উন্নত।

শিল্প ক্ষেত্রে:

শিল্প হল এমন একটি খাত যেই খাত থেকে বাংলাদেশ প্রতিবছর একটি বিপুল পরিমাণে রপ্তানির মাধ্যমে বৈদেশিক টাকা ইনকাম করে থাকে। শিল্প খাতে বিভিন্ন প্রযুক্তির আবিষ্কারের ফলে স্বল্প সময়ে মানুষ অধিক পরিমাণে পণ্য উৎপাদন করতে পারছে। যা বাংলাদেশের জন্য অত্যন্ত কার্যকরী হিসেবে  প্রমাণিত হয়েছে। বিভিন্ন ধরনের হাইটেক সেলাই মেশিন, হাইটেক প্রিন্ট মেশিন, হাইটেক এমব্রয়ডারি মেশিন ছাড়াও নানা প্রকার প্রযুক্তির ছোয়া শিল্প খাতে মানুষের সময় কে করেছে যেমন সাশ্রয়ী তেমনি ভাবে মানুষের জীবন করে তুলেছে উন্নত। 

চিকিৎসা ক্ষেত্রে:

চিকিৎসা হল মানুষের মৌলিক চাহিদার মধ্যে অন্যতম একটি। মানুষের নিত্যদিনে চিকিৎসা একটি গুরুত্বপূর্ণ অংশ। মানুষের চলতি পথে নানা প্রকার অসুখ এবং রোগের শিকার হয়ে থাকে। সেই ক্ষেত্রে পূর্বে চিকিৎসা ব্যবস্থা তেমন উন্নত না থাকার কারণে মানুষজন সেই রোগ সারা জীবন বহন করে চলত। কিন্তু বর্তমানে প্রযুক্তির নানা প্রকার আবিষ্কারের মাধ্যমে চিকিৎসা ক্ষেত্রেও মানুষ এখন উন্নত চিকিৎসা পাওয়ার মাধ্যমে সুস্থ সবল জীবন যাপন করছে। সাধারণত চিকিৎসা ক্ষেত্রে MRI, রোবোটিক সার্জারি, ওয়ারলেস মস্তিষ্ক সেন্সর, কৃত্রিম অঙ্গ, টেলিহেলথ ও AI সেবা ব্যবস্থা ইত্যাদি নানা প্রকার চিকিৎসা ব্যবস্থার মাধ্যমে এবং উন্নত প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে মানুষ চিকিৎসা ক্ষেত্রে নানা প্রকার সুবিধা পাচ্ছে ফলে মানুষ সুস্থভাবে নিজের জীবন যাপন করতে সক্ষম হচ্ছে। 

শিক্ষা ক্ষেত্রে:

শিক্ষা ক্ষেত্রে মানুষ প্রযুক্তির উপর অতপ্রত ভাবে নির্ভরশীল। মানুষ প্রযুক্তিকে নানাভাবে ব্যবহার করে থাকে যেমন ই লার্নিং, ই এক্সাম, ভার্চুয়াল ক্লাসরুম সহ নানা প্রকার ব্যবস্থাতে মানুষ শিক্ষা গ্রহণ করে থাকে শিক্ষাক্ষেত্র সম্পর্কে আরো জানতে চাইলে নিচের লিংকে ক্লিক করুন ⬇️ই লার্নিং এর সুবিধা ও অসুবিধা

যোগাযোগ ক্ষেত্রে:

যোগাযোগের ক্ষেত্রে মানুষ পূর্বে চিঠি বা পায়ে হেঁটে একে অপরের সাথে যোগাযোগ করত। এই প্রক্রিয়া ছিল প্রচুর ধীর সম্পন্ন এবং অত্যন্ত শ্রমশীল। কিন্তু বর্তমানে মানুষ প্রযুক্তির ব্যবহার করে বিশ্বের এক প্রান্তর থেকে অন্য প্রান্তে খুব সহজেই যোগাযোগ করতে পারে। মানুষ টেলিফোন ব্যবহার করে টাওয়ারের মাধ্যমে স্যাটেলাইটের সহযোগিতায় একে অপরের সাথে যোগাযোগ করে। এছাড়াও ইমেইল ,হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, টেলিগ্রাম ইত্যাদি অ্যাপস ব্যবহারের মাধ্যমে সহজে একে অন্যের সাথে যোগাযোগ করে যা মানুষকে করে তুলেছে সম্পূর্ণ প্রযুক্তি নির্ভর।

উপসংহার:

ফলে আমরা বলতে পারি  প্রযুক্তি আমাদের চারিপাশে অতপ্রতভাবে ঘিরে রয়েছে। যা আমাদের জীবনযাত্রা করে তুলছে অত্যন্ত সহজ এবং আধুনিক।

আরো পড়ুন: ই-লার্নিং                                      

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

উদ্যোক্তা ওয়ার্ল্ডের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url