Skip to main content

Posts

Showing posts from May, 2025

ফ্রিল্যান্সিং জগতে আমার সবচেয়ে পছন্দনীয় সেক্টর

 ফ্রিল্যান্সিং জগতে আমার সবচেয়ে পছন্দনীয় সেক্টর হলো ডিজিটাল মার্কেটিং। এই সেক্টরে কাজ করে অতি দ্রুত সফলতা অর্জনে সক্ষম হওয়া সম্ভব।

আমার ভবিষ্যৎ পরিকল্পনা

আমি ভবিষ্যৎ ‍এ একজন উদ্যোক্তা হতে চাই। নিজের ওয়েবসাইট uddokta world কে সাফল্যের শীর্ষে নিয়ে যেতে চাই। এছাড়াও মানুষকে স্বাবলম্বী করতে এবং উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে নানা ভাবে সাহায্য ও সহযোগিতা করতে চাই।

আমার বর্তমান ঠিকানা

 আমি বর্তমানে ঠিকানা বিভাগ : রাজশাহী  জেলা  : রাজশাহী  ডাকঘর : ঘোড়ামারা থানা    : বোয়ালিয়া গ্রাম    : সাধুরমোড়  

আমি বর্তমানে যেখানে পড়ােশোনা করছি

  আমি SSC এবং HSC তে বিজ্ঞান শাখা থেকে জিপিএ ৫.০০ অর্জন করেছি। বর্তমানে আমি ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছি।

মো: রোমান ইসলাম

আমার নাম মো: রোমান ইসলাম। আমি এখন ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি। আমার বয়স ২১ বছর। আমার শখ গান করা। এছাড়াও আমি উদ্যোক্তা ওয়ার্ল্ডের এডমিন।